বিনোদন ডেস্ক.
নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাটি আজ শুক্রবার সারাদেশের প্রায় ৮২টি হলে মুক্তি পেয়েছে।
‘দ্য অভি কথাচিত্র’ এর কর্ণধার জাহিদ হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হল, বলাকা, মধুমিতা, রাজমনি, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, রানীমহল, গীত, পূনম ইত্যাদি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘হালদা’। আর ঢাকার বাইরে আমরা বেছে বেছে হল দিচ্ছি। যেখানে ছবিটি দর্শকরা ভালোমতো দেখতে পারবেন সেখানেই দিচ্ছি। নইলে গড়পড়তায় হল দিলে ১০০’র বেশি হল দেয়া যেত।’
‘হালদা’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি।
প্রসঙ্গত, ‘হালদা’ ছবি মুক্তির আগেই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন ‘হালদা’ ছবির কলাকুশলীসহ আমন্ত্রিত অনেক তারকারা। সবাই ছবিটির প্রদর্শনী শেষে ছবির গল্প বাছাই, চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণের মুন্সিয়ানার জন্য তৌকীর আহমেেদের প্রশংসা করেন।

