আবু সুফিয়ান.
বগুড়ার ধুনটে ভ্রাম্যমান আদালতে তিনটি ফামের্সী মালিকদের জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত রেহানা। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এসকল ফামের্সী মালিকদের জরিমানা করেন।
১৯৪০ সালের ঔষধ নিয়ন্ত্রন আইনের ১৮ ও ২৭ ধারা মোতাকের উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের আফতাব হোসেনের ছেলে আব্দুল আলিমের সাদিকা ফামের্সী কে পাঁচ হাজার, মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মাদ আলী জিন্নাহ এর জিম মিম ফামের্সীর আট হাজার ও পরধুনট শমসের আলী মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেনের মুজাহিদ ফামের্সীকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রম্যমান আদালতের ফামের্সী পরিদর্শন শেষে জব্দকৃত মেয়াদ উত্তীর্ন ঔষধ গুলি আগুনে পুরে নষ্ট করে দেয়া হয়। এসময় বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধানকারী আহসান হাবীব উপস্থিত ছিলেন।

