এই সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই, সেটা কাল দিলে কালকেই: ফখরুল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার সরকারের বাইরে গিয়ে নির্বাচন কাল দিলে কালকেই আমরা নির্বাচনে যেতে চাই। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না। এই সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। সেটা কাল দিলে কালকেই।

    সম্প্রতি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’কে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, জোট তৈরি করা হচ্ছে এই একনায়ক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন-এমন ব্যক্তি সংগঠনকে এই জোটে আহ্বান জানাই ও স্বাগত জানাচ্ছি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য চার দলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারের পতন হয়েছে নাকি? স্বৈরাচার নতুন করে জেগে ওঠেছে।

    এসময় সকালে যৌথ সভা চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছয় নেতাকর্মীকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ