গ্রামীণ ইউনিক্লো নিউ এলিফ্যান্ট রোড আউটলেট এর শুভ উদ্বোধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


গ্রামীণ ইউনিক্লোর নিউ এলিফ্যান্ট রোড আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে ১লা ডিসেম্বর, শুক্রবার।

    ১লা ডিসেম্বর নতুন আউটলেট এর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান । এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লো এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক সহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা।

    নতুন আউটলেট উদ্বোধন করে তাহসান খান বলেন, গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে দ্রুতগতিতে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আউটলেট উদ্বোধন। নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ ইউনিক্লোর সামাজিক ব্যবসায় উদ্যোগ আরও বেশি প্রসারিত হোক এই প্রত্যাশা সবসময়।

    গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, আমরা সামাজিক ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পোশাক সরবারহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমাদের মোট আউটলেট সংখ্যা হলো ১৪টি। অনুষ্ঠানে উপস্থিত সবাই গ্রামীণ ইউনিক্লো এর পোশাকের এবং ন্যায্য মূল্যে পোশাকে সরবারহের মাধ্যমে জীবন মানের উন্নয়নের জন্য প্রশংসা করেন।

    জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিঃ নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো নামে ঢাকায় প্রথম আউটলেট স্থাপন করা হয়। এর পর থেকে প্রতিনিয়ত নতুন নতুন স্টোর উদ্বোধন করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে।
    গ্রামীন ইউনিক্লো প্রতিষ্ঠা থেকেই তিনটি উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে -১. বাংলাদেশের সকল মানুষের মাঝে ব্যতিক্রমি পোশাকের মাধ্যমে আনন্দ ও সন্তুষ্টি প্রদান করা ২. ব্যবসার মাধ্যমে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর সমাধান করা ৩. সামাজিক ব্যবসায় প্রসারের জন্য সকল মুনাফা পুনঃবিনিয়োগ করা। আরও জানতে লগ ইন করুন: http://www.facebook.com/grameenuniqlo এবং www.grameenuniqlo.com.bd

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ