ধুনটে যুবলীগের সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনটে পৌর যুবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ধুনট পৌর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও যুবদলকর্মী আল আমীনের মাদক ব্যবসার বিরোধীতা করায় ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলামের ছেলে ও পৌর যুবলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি আশীনুরের উপর হামলা করে তার বাম হাত ভেঙ্গে দিয়েছে দূর্বিত্তরা।

হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গ্রেফতার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করবে ধুনট পৌর যুবলীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, পৌর যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, সহ সম্পাদক সুজন শেখ, ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সোহেল রানা, জর্জিস সোনার, পৌর যুবলীগ নেতা স্বপন মাহমুদ, আল আমীন, আপেল মাহমুদ, নাদিম মোস্তফা, আমিনুর ইসলাম, সেলিম রেজা স্বপন, মুকুল হোসেন, জুরান শেখ ও সুমন সরকার প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ