Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রাজধানীর আফতাবনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজন বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সি হত্যা মামলার আসামি। আজ শুক্রবার ভোরে আফতাবনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন পিচ্চি আল আমিন ও সাদ্দাম।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী সিদ্দিক হত্যার আসামিদের গ্রেফতার করতে আফতাব নগর এলাকায় অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরে জানা যায় বনানী জনশক্তি রফতানি অফিসে ঢুকে ব্যবসায়ীকে যে ৪ জন হত্যায় অংশ নিয়েছিল তাদের মধ্যে দুজন তারা। একজন পিচ্চি আল আমিন, অপরজন সাদ্দাম।
গত ১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিস নামক প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে সিদ্দিক হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। একই ঘটনায় তিনজন আহত হন।