Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মিয়ানমার সামরিক জান্তা ও সেখানকার উগ্রপন্থি রাখাইন সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও, ধর্ষণ, লুটপাট, গণহত্যায় নির্যাতিত পালিয়ে আসা রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
সরকার প্রত্যাবাসনের লক্ষ্যে বায়োমেট্টিক পদ্ধতিতে বৃহস্পতিবার পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ২২৬ জন রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে।
শুক্রবার বাংলাদেশ পার্সপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন বলেন, আগের তুলনায় বায়োমেট্টিকের চাপ একটু কমে আসায় এখন থেকে প্রতি শুক্রবার বন্ধ রাখা হবে।
তবে বৃহস্পতিবার পর্যন্ত এতো সংখ্যক রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুর নিবন্ধন সম্পন্ন হওয়াকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।