বিটিসিএলের ক্যাবল কাটা পড়ায় কয়েক লাখ ফোন বিকল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


রাজধানীর মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি ‘কোর কেবল’ কাটা পড়ায় বিকল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের কয়েক লাখ ফোন। যার মধ্যে ফায়ার সার্ভিসের ফোনও রয়েছে।

    বাংলাদেশ টেলিযোগাযোগ লিমিটেডের (বিটিসিএল) পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, গতকাল রাতে সিটি করপোরেশনের লোকজন রাস্তা খুঁড়তে গিয়ে অসাবধানতাবশত ফাইবার অপটিক ক্যাবলের কোর পয়েন্টের (মোবাইল টু টিঅ্যান্ডটির সংযোগ পয়েন্ট) লাইন কেটে ফেলেছে। ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর অনেক জায়গায় টিঅ্যান্ডটি লাইনের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সমস্যা চিহ্নিত করা গেছে। দ্রুত সংযোগ চালু করার জন্য কাজ শুরু করা হয়েছে।

    জানা গেছে, টিঅ্যাণ্ডটি লাইন অচল হওয়ায় পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সরবরাহকারী প্রতিষ্ঠানের জরুরি নম্বর বন্ধ হয়ে আছে। ফলে ল্যান্ড ফোন থেকে মোবাইল ফোন এবং মোবাইল ফোন থেকে ল্যান্ড ফোনে কল করা যাচ্ছে না। এছাড়া অনেক জায়গায় ল্যান্ড ফোন থেকে ল্যান্ড ফোনের সংযোগও কাজ করছে না।

    ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজের অভিযোগ, শুক্রবার সকাল থেকে টিঅ্যান্ডটি লাইন অচল হয়ে পড়েছে। তিনি বলেন, মানুষের কাছে আমাদের টিঅ্যান্ডটি নম্বর দেওয়া আছে। জরুরি কোনো প্রয়োজনে ওই নম্বরেই ফোন দেয় সবাই। কিন্তু বর্তমানে কোনো লাইন চালু নেই।

    বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদ বলেন, এ মূল কেবল মূলত টেলিযোগাযোগের হার্টের মতো। এ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো দেশে টেলিযোগাযোগে সমস্যা তৈরি হয়েছে।

    মেরামত শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানান বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ