হয়ত এটাই ধোনির শেষ আইপিএল!

ক্রীড়া ডেস্ক.

মহেন্দ্র সিং ধোনির সময় কি সত্যিই ফুরলো? সম্প্রতি মাহিকে টি-২০ ক্রিকেটের অনুপযুক্ত বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ অনেকটা তার সুরেই কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং বললেন, হয়ত এটাই ধোনির শেষ আইপিএল চলেছে৷
তবে ধোনির ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেননি টেস্ট ও ওয়ানডেতে সর্বকালের সফলতম ক্যাপ্টেন৷ চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না ‘ক্যাপ্টেন কুল’৷ তাই পান্টার বলেছেন,‘ ধোনির মতো ক্রিকেটারকে কোনোদিন মুছে ফেলা যাবে না৷ তবে প্রত্যেকেরই জীবনে খারাপ সময় আসে৷ যখন খারাপ সময় আসে তখনই সমালোচনা শুনতে হয়৷ আমিও ক্রিকেট কেরিয়ারে প্রচুর সমালোচনা শুনেছি৷ ও নিজের কেরিয়ারে শেষ ১০ বছরে প্রচুর সাফল্য পেয়েছে৷ সুতরাং এটাই দেখার এই ব্যাপারটা ও কিভাবে সামলায়৷ চ্যাম্পিয়নরা সব সময় যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারে৷ তবে ওর বয়স এখন ৩৫৷ তাই আমার মনে হয় এটাই ওর শেষ আইপিএল৷ কেনো না সবাইকেই একটা সময় থামতে হয়৷’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ