Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে জেরুজালেম, পশ্চিম তীর ও গাজার রাস্তায় নেমে পড়েছেন হাজারো ফিলিস্তিনি। ডোনাল্ড ট্রাম্পের ওই স্বীকৃতির সিদ্ধান্তে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন তারা। ওদিকে আরেকটি ‘ইন্তিফাদা’ বা অভ্যুত্থানের ডাক দিয়েছে ফিলিস্তিনের জনপ্রিয় সংগঠন হামাস।
পূর্বঘোষিত ‘বিক্ষোভ দিবসে’ এদিন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের ভেতর গুরুতর ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়।
এদিন রামাল্লার আল মান্না স্কয়ারে জড়ো হয়ে এল বিরেহ’র দিকে মার্চ করে প্রতিবাদকারীরা। এছাড়াও হেবরন, নাবলুস, জেনিন, তুলকারেম ও পশ্চিম তীরের জেরিকোতে তুমুল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ওদিকে বিক্ষোভ মিছিলের আগুনে ঘি ঢেলেছে ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন পরিকল্পনা। বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার মধ্যেই জানিয়েছে জেরুজালেমে ১৪ হাজার নতুন বসতি স্থাপন করতে যাচ্ছে তারা।
হামাস জানিয়েছে, ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেয়েই অবৈধ বসতির পদক্ষেপ ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘোষণার শামিল’। তাই এর প্রতিক্রিয়ায় তারা নতুন অভ্যুত্থানের ডাক দেয়। হামাসের মুখপাত্র ইসমাঈল হানিয়া বলেছেন, এর জন্য ট্রাম্প ও যুদ্ধাপরাধী অবৈধ দখলদারদের মাশুল দিতে হবে। সূত্র: আল-জাজিরা, এএফপি, ডন