Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বাল্য বিয়ে বন্ধ কর, নারী শিক্ষার উন্নয়ন কর এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ডার্ক লাইটের ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় সকাল বাজার এলকার নবমী সিনেমা হল চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহামন টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, বগুড়া ইয়ুথ কয়্যার, লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল এন্ড বগুড়া মিউজিক এসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান মিঠু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।
শেরপুর করেজের সাবেক জিএস শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে ডার্ক লাইট ব্যান্ডের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় প্রয়াত মরমী শিল্পী বারি সিদ্দিক স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।