শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’-স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

    এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে দুর্নীতিবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, সাইফুল বারী ডাবলু, সুজনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজিত বসাক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহজামাল সিরাজী, আইয়ুব আলী, সদস্য মাহবুবুল আলম হিরু, প্রতিভা রানী, পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, রেজাউল করিম সিপ¬ব, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ¬ব, সুদেব চন্দ্র পাল, প্রভাষক মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুজন, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ