শেরপুরে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের নিকট এককালীন অনুদানের অর্থ প্রদান


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে মৃত শ্রমিক সদস্যের পরিবারের নিকট এককালীন অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্টিত এককালীন অনুদানের নগদ অর্থ প্রদান অনুষ্ঠান জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক শ্রমিক দরদী নেতা আলহাজ্ব জানে আলম খোকা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের দাতা উপদেষ্টা শেরপুর শহর বিএনিপর সাধারণ সম্পাদক কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না।

    উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস ছাত্তার ছাদেক, সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, শাহিন সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক হাফিজার রহমান, সড়ক সম্পাদক সোহেল রানা, ধর্মীয় সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক নূরে আলম শাকিল, এজিএস সেলিম প্রমুখ। অনুষ্ঠানে মৃত শ্রমিক সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে শ্রমিক সদস্য মরহুম বুলু আকন্দ, মরহুম সিদ্দিক ড্রাইভার, মরহুম শাহজাহান আলী সাজা, ও মরহুম মোজাম আলীসহ প্রত্যেক পরিবারের সদস্যের হাতে নদত অর্থ ৩০ (ত্রিশ) হাজার টাকা করে তুলে দেন নেতৃবৃন্দরা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ