সরকারের বিন্দুমাত্র জনসমর্থন নেই : ফখরুল

নিউজ ডেস্ক.

সরকারের বিন্দুমাত্র কোন জনসমর্থন নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অবৈধ সরকার শুধুমাত্র বন্দুকের জোরে ক্ষমতায় বসে আছে। শনিবার তার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ বিডি হলে ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার মিথ্যাচার করে বলছে দেশে প্রবৃদ্ধির হার বেড়েছে, আসলে দেশের প্রবৃদ্ধির হার বাড়েনি, তবে সরকার দলীয় নেতাদের প্রবৃদ্ধির হার বেড়েছে।
তিস্তা চুক্তি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাক-ঢোল পিটিয়ে সরকার ভারত সফর করলেও তিস্তার একফোটা পানিও আনতে পারেননি।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্ররা সাহসিকতার সাথে সংকট মোচনে ভূমিকা রেখেছে। বর্তমান সময়ও দেশ একটি ক্রান্তিকাল পার করছে।এতে ছাত্রদলকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান ও ছাত্রদল সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ