শেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়া শেরপুরে গতকাল সোমবার সকাল সোয়া ১০ টার দিকে মহিপুর জামতলা এলাকায় হাওয়া খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রী সড়ক দূর্ঘটনায় মারা গেছে। সে মহিপুর মুন্সিপাড়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

    এলাকাবাসীরা জানান, গতকাল সোমবার সকাল সোয়া ১০ টার দিকে মহিপুর প্রাইড ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী হাওয়া খাতুন পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

    এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৫৩৪১) নামক গাড়িটি তাকে স্বজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রতন হোসেন জানিয়েছেন।

    গাড়িটি বর্তমানে পুলিশি হেফাজতে আছে বলে শেরপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জিল্লুর রহমান জানিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ