সন্ধ্যায় বিপিএলের ফাইনালে মুখোমুখি ঢাকা-রংপুর


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


নানা নাটকীয়তার পর মাঠে গড়াচ্ছে বিপিএলের ৫ম আসরের ফাইনাল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে ৫ম আসরের পর্দা নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

    গত ৪ আসরের ৪টি শিরোপা সাকিব-মাশরাফি নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছেন। ৪টি শিরোপার ৩টি উঁচিয়ে ধরেছেন মাশরাফি, বাকি একটি শিরোপা উঁচিয়ে ধরেছেন সাকিব আল হাসান।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাশরাফির অধিনায়কত্বে প্রথম দুই আসরের শিরোপা পায় ঢাকা। এর পর তৃতীয় আসরে সবাইকে অবাক করে দিয়ে সাদামাটা দল নিয়ে কুমিল্লাকে শিরোপা জেতান মাশরাফি। অধিনায়ক হিসেবে বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তাই মাশরাফি। বাকি একটি শিরোপা জেতেন সাকিব আল হাসান। চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কত্ব করেন সাকিব। তার অধিনায়কত্বে গত আসরে হারানো শিরোপা পুনরুদ্ধার করে ঢাকা। গত আসরগুলোর মতো এবারও সাকিব-মাশরাফিদের মধ্যেই থাকছে শিরোপার লড়াই। এখন দেখার বিষয় মঙ্গলবার সন্ধ্যায় শিরোপা কে উঁচিয়ে ধরতে পারে। এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

    ঢাকা খুব সহজে লিগ পর্ব পেরিয়ে ফাইনালে উঠে গেলেও রংপুরের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। যদিও ভাগ্য সব সময় সাহসীদের পক্ষেই কথা বলে। মাশরাফির ক্ষেত্রে কথাটা শতভাগ সত্য। শেষ পর্যন্ত নাটকীয় এক ম্যাচে কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটে রংপুর। এবার নিয়ে চার-চারবার ফাইনালে উঠল মাশরাফির নেতৃত্বাধীন দল। প্রথম দুবার ঢাকা গ্লাডিয়েটর্স-দুবারই শিরোপা জেতে ম্যাশের দল। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও শিরোপা জেতান মাশরাফি। চতুর্থ আসরে অবশ্য হতাশ হতে হয় মাশরাফিকে। তবে আসরের ৫ম পর্বে আবারও স্বরূপে উদ্ভাসিত এই অধিনায়ক।

    এদিকে পঞ্চম আসরে রংপুরের ফাইনাল নিশ্চিত হওয়ার তিন দিন আগেই ঢাকা ডায়নামাইটস তাদের ফাইনাল নিশ্চিত করে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ