দিনাজপুরের বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬

নিউজ ডেস্ক.

দিনাজপুরের রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় রঞ্জন রায় (৩০) মারা যান।
মৃত শ্রমিক দিনাজপুর সদর উপজেলার সুইহারী এলাকার রবিন্দ্র রায়ের পুত্র। দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে ১৯ এপ্রিল বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ হন।
শনিবার সকাল পর্যন্ত রংপুর, ঢাকা ও দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হলো। এদিকে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাম রাজনৈতিক দলগুলো ভয়াবহ বয়লার দুর্ঘটনায় দোষী মিল মালিককে গ্রেফতারের দাবী জানান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, এ হাসপাতালে এখনও চিকিৎসাধীন তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ায় একজনকে ২৩ এপ্রিল রাতে ছেড়ে দেওয়া হয়েছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন মিয়ার (৩৫) অবস্থা এখনও আশঙ্কাজনক। ঢাকা পাঠানোর আগে সুমনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ