কলা খাওয়ার দায়ে মিসরে গায়িকার জেল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


গানের ভিডিওতে ‘আপত্তিকর’ পোশাক পরে ও কলা খাওয়ার দায়ে মিসরের এক গায়িকাকে ২ বছরের জেল দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় গত মঙ্গলবার শাইমা আহমেদ (২৫) নামের ওই গায়িকাকে ‘অশ্লীলতা’ ছড়ানো ও ‘কুরুচিপূর্ণ’ ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়।


    শাইমার সঙ্গে একই মেয়াদের কারাদণ্ড ভোগ করবেন গানের ভিডিওটির পরিচালকও। ভিডিওটি প্রকাশের পর রক্ষণশীল দেশটিতে এ নিয়ে জন অসন্তোষ দেখা দিলে গত নভেম্বর মাসে শাইমাকে গ্রেফতার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী।

    অবশ্য শাইমা আহমেদ তার আগেই এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাইমা লেখেন, ‘আমাকে সবাই এবার আক্রমণের বিষয়বস্তু বানাবে।’
    সূত্র : বিবিসি

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ