ধুনটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অভিবাসী দিবসের র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, খাদ্য কর্মকর্তা ইউনুস আলী মন্ডল, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ