ধুনটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে তানিয়া আকতার (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার অফিসার পাড়ায় তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তানিয়া আকতার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আকরামপুর গ্রামের মিজানুর রহমান মিলনের স্ত্রী।

জানাযায়, ১৪ বছর আগে মিলনের সাথে ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের আবু বক্করের মেয়ে তানিয়া আকতারের বিয়ে হয়। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী। ঘটনার দিন সকালে ঘড়ের সেলিং ফ্যানের সাথে তানিয়ার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ