পাবনায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক.

পাবনার সুজানগরে হাফিজুর রহমান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজুর উপজেলার তাঁতীবন্দ গ্রামের মাজেদ খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী হাফিজুর রহমান। তারপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে রবিবার সকালে চন্ডিপুর মাঠের একটি পাট খেতে হাফিজুরের ক্ষতবিক্ষত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
ওসি জানান, দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মাঠের মধ্যে লাশ ফেলে রেখে গেছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ