ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৫

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে সোহেল রানা (৩০), ধেরুয়াহাট গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মাহমুদ (২০), চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের শুকুর আলীর ছেলে রাসেল মিয়া(২৬), পেঁচিবাড়ী গ্রামের যোতিশ চন্দ্র সরকারের ছেলে প্রতিক কুমার সরকার(৩২) ও পুরান চন্দ্র হাওলাদারের ছেলে সুশান্ত কুমার হাওলাদার(৩০)।

এর মধ্যে সোহেল রানা, সোহেল মাহমুদকে ওয়ারেন্টমুলে এবং রাসেল মিয়া, প্রতিক সরকার ও সুশান্ত কুমারকে মাদক সেবনের দায়ে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ সকালে থানা থেকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ