লালমনিরহাটে ৪ জুয়াড়ি আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি.


লালমনিরহাটে জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজির চওড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকার মৃত আজিত খানের ছেলে সিরাজুল হক (৩২), আনছার আলীর ছেলে কাশেম আলী (৪৫), লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (২০) ও মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

    লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে ওই ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে বাকীরা পালিয়ে যায়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ