Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.
নওগাঁর সাপাহার থানায় ২০১৭ ইং সালে বিভিন্ন অপরাধ সমূহে ২৬০টি মামলা দায়ের হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, ২০১৭ সালে থানার অফিসার ইনচার্জ (ওসি) গন উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রায়াসে অপরাধীদের পিছু ধাওয় করে জানুয়ারী হতে ডিসেম্বর পর্যন্ত মাদক দ্রব্য আইনে ১৫৯ টি মামলা দয়ের করে অপরাধীদের বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যাবস্থা নিশ্চিত করেছেন।
এ ছাড়া ধর্ষন মামলা ০৪ টি, চোরাচালান ১৪ টি, দস্যুতা ০১ টি, সিদেল চুরি ০২ টি, প্রতারণা ০৩ টি, পাস পোর্ট ০৫ টি, চুরি ০৪ টি, অপহরণ ০২ টি, অস্ত্র আইনে ০২ টি, মোটরসাইকেল ০১ টি, চাঁদাবাজি ০৩ টি, নারী ও শিশু ১১ টি, অন্যান্য ৪৯ টি, সহ সর্বমোট ২৬০ টি মামলা দায়ের হয়েছে।
এছাড়া সারা উপজেলার বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া ছোট খাট কিছু ঘটনার অভিযোগের ভিত্তিতে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্ত্বে উভয়ের সম্মতিক্রমে থানায় বসে প্রায় ৫ শতাধীক ঘটনার নিষ্পত্ত্বি করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানিয়েছেন। ২০১৭ সালের দায়েককৃত মামলা গত ২০১৬ সালের মামলার চেয়ে অনেকাংশে বেশী।
গত ২০১৬ সালে সাপাহার থানায় বিভিন্ন অপরাধ দমনে সর্বমোট ২০৮ টি মামলা দায়ের হয়ে ছিল বলেও অফিসার ইনচার্জ জানিয়েছেন।