হাতিল ফার্নিচার প্রিমিয়ার প্যাভিলিয়ন ৩০-এর আনুষ্ঠানিক উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার.


প্রতি বছরের মতো এই বছরেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৮ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন এবং আকর্ষণীয় ফার্নিচার সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে দেশের অগ্রগণ্য ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিল’। বাণিজ্য মেলার শুরুর দিনে হাতিলের প্রিমিয়ার প্যাভিলিয়ন ৩০ -এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত হন বিশিষ্ট অতিথিরা।

প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি। তাঁর পাশে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, এমপি। অন্যান্যদের মধ্যে আরোও ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সেলিম এইচ রহমান এবং প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।

উপস্থিত মন্ত্রী মহোদয়বৃন্দ, অতিথিরা পুরো প্যাভিলিয়নটি ঘুরে দেখেন এবং এবারের ফার্নিচার সম্ভারের প্রশংসা করেন। এর পাশাপাশি প্যাভিলিয়নের একটি কক্ষে যাত্রা শুরু করতে যাওয়া দেশের প্রথম পূর্ণাঙ্গ ভার্চুয়াল শো-রুম ‘হাতিল ভি’-এর একটি সেশন উপভোগ করেন।

উল্লেখ্য বর্তমানে সারা বাংলাদেশ হাতিল ফার্নিচারের ৭০-টি রিটেইল শো-রুম রয়েছে। দেশের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাত, সৌদি আরব, ভুটান, নেপাল এবং ভারতে হাতিল ফার্নিচারের যথেষ্ট সুনাম রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ