শেরপুরে ৪দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী শুরু

শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বাংলাদেশ হেলথ্ এ্যাসিসট্যান্ট এসোশিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিক্যাল বেতন স্কেল, পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্ক্সে চত্তরে সোমবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন উপজেলা হেলথ্ এ্যাসিসট্যান্ট(স্বাস্থ্য সহকারী)রা।
এ উপলক্ষে হেলথ টেকনিক্যাল এসিস্ট্যান্ট(স্বাস্থ্য সহকারী)এসোশিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক বায়জিদ বোস্তামী, স্বাস্থ্য সহকারী হেলেনা খাতুন, সাথি আক্তার, আলমগীর হোসেন, জাহানারা খাতুন প্রমুখ।

সভায় টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা দিতে হবে, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০% হারে দিতে হবে, প্রতি ৬ হাজার জনগোষ্টির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে নিয়োগ করতে হবে, ১০% পোষ্য কোটা প্রবর্তন করার দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতী চালিয়ে যাবেন বলে ঘোষণা করে বক্তারা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ