শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে ছোনকা বাজার এলাকার একটি পুকুর থেকে সোমবার দুপুরে এক অজ্ঞাত বৃদ্ধ ভিক্ষুকের গলিত লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকার একটি পুকুরের মধ্যে গতকাল সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন একটি মৃতদেহ পানিতে ভাসতে দেখে। পরে শেরপুর থানায় খবর দিলে অফিসার ইনচার্জ খান এরফান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিল। সে মানসিক ভারসাম্যহীন থাকায় হয়তো ৫/৬ দিন আগে পানিতে পরে গিয়ে আর উঠতে পারেনি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

