Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
লিটল ম্যাগাজিন ‘নদী ’ সম্পাদনার জন্য কবি শামীম হোসেনকে ২০১৭ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ প্রদান করছে বগুড়া লেখক চক্র। লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক প্রদান করে আসছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বিআইআইটি কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য কবি সম্পাদক আন্ওয়ার আহমদ ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য স্মরণসভায় কবি শামীম হোসেনের হাতে ক্রেস্ট প্রদান করা হবে। স্মরণসভায় কবিপুত্র কবিপুত্র নাজিম আনওয়ার রূপম উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বগুড়া কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মিরা। উল্লেখ্য, কবি সাংবাদিক স¤পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম¦র ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি