Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি রাজপথের বিরোধী দল হিসেবে পরিচিত বিএনপি। ওই দিন সেখানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে ইসলামিক ইউনাইটেড পার্টিকে।
আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলামিক ইউনাইটেড পার্টি নামের দলটি গত ১২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। ওই আবেদনের ভিত্তিতে রোববার তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপি একই দিনে একই স্থানে সমাবেশের জন্য আজ আবেদন করেছে।
ডিসি মারুফ বলেন, একদিনে তো দুই দলকে একই স্থানে সমাবেশের অনুমতি দেয়া যায় না। যেহেতু ইসলামিক ইউনাইটেড পার্টি আগেই আবেদন করেছে এবং তাদের অনুমতি দেয়া হয়ে গেছে, তারাই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে পারবেন। বিএনপিকে সেখানে সমাবেশের অনুমতি দেয়া সম্ভব হচ্ছে না।
এদিকে আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রের কালো দিন। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত শনিবার সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। আশা করছি, অনুমতি না দেয়ার মতো বোকামি সরকার করবে না।’
এ সময় তিনি জানান, একই দিন দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল বের করা হবে।