ধুনটে আওয়ামীলীগের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছ। রাজবাড়ী ০১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করায় বুধবার সকালে উপজেলার শেখ রাসেল অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ধুনট জামে মসজিদের মোয়াজ্জিন শাহীন আলম। এর আগে জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারন সম্পাদক মোহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাবেক সহসভাপতি কুদরাত ই খোদা জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী সিমা আক্তার প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ