ধুনটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শোভা যাত্রা শেষে শেখ রাসেল অডিটেডিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভপতি আসিফ ইকবাল সনি, গোলাম সোবহান, শফিকুল ইসলাম চাঁন, রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারন সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শারিফুল ইসলাম খান শরিফ, যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামাসহ প্রমুখ্য। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ