Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনায় স্কুল প্রাঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের সভাপতি বিচার না দিয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করলে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি জেএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল ভালো হওয়ায় গত ২ জানুয়ারি সকালে ছাত্ররা স্কুল থেকে আনন্দ মিছিল করার জন্য দুটি ভটভটি ভাড়া করে। দিনভর ঘোরাফেরা শেষে ভটভটি ভাড়া পরিষদের জন্য সহকারি শিক্ষক শিপন মিয়া করনিক ও শিক্ষক কোব্বাতের নিকট ভটভটির ভাড়া পরিষদের দাবি কর্নে। করনিক কোব্বাত হোসেন বিধি মোতাবেক পরিচালনা কমিটির সাক্ষর ক্রমে ভাড়া পরিষদের কথা বল্লে সহকারি শিক্ষক শিপন মিয়া ক্ষুব্ধ হয়ে করনিক কোব্বাতকে ব্যাপক মারপীট করে আহত করে। কোব্বাতের অভিযোগ, প্রধান শিক্ষক নিজেও সহকারি শিক্ষককে মারপীটে উৎসাহিত করেন। অপরদিকে এ ঘটনায় আহত কোব্বাতের পক্ষের লোকজন ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ঘটনার দিন রাতে স্কুলের সভাপতি ও কাজীপুর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের নিকট বিচার দাবি করেন। এদিকে সভাপতি রাতে বিচার না দেয়ায় পরদিন কোব্বাতের পক্ষের শতাধিক লোকজন স্কুল ক্যাম্পাসে উপস্থিত হয় এবং ঘটনার আবারো সুষ্ঠু বিচার দাবি করেন। কোব্বাতের লোকজনের অভিযোগ, সভাপতি আগের দিন রাতেও বিচার দিতে চেয়ে দেয় নাই। পরেরদিন বিদ্যালয়ে নিজে না এসে পুলিশ পাঠিয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নিকট পৃথকভাবে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।