কাজীপুরে প্রেমে ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের, নাটুয়ারপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী নুর বেগম (১২) প্রেমের ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে।
গত মঙ্গলবার রাতে আত্মহত্যার পূর্বে চিরকূটে সে তার প্রেমিক মজনুকে তার মৃত্যুর জন্যে দোষারোপ করতে নিষেধ করেছে। চিরকুটে আর লিখেছে “আমাকে ক্ষমা কর “তোমাদের আদরের মেয়ে নুর বেগম, আমি আত্মহত্যা করলাম মা-বাবা”।

জানা গেছে, বাবা-মা বেড়াতে যাওয়ার সুযোগে বাড়িতে ঘরের চালার তীরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নুর বেগম। তার ছোট ভাই আবছার বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চীৎকার করলে বিষয়টি জানাজানি হয়। এরপর বেরিয়ে আসে স্কুল পড়ুয়া ছাত্রীর অব্যক্ত প্রেমের কাহিনী।

এদিকে আত্মহত্যার প্রাক্কালে নুর বেগমের লিখে যাওয়া চিরকুটের সুত্রধরে বেরিয়ে আসছে তার জীবনের প্রেমের কাহিনী।

তথ্যানুসন্ধানে জানা যায়, নাটুয়ারপাড়া গ্রামের সোহরাব আলীর মেয়ে নুর বেগম ও একই উপজেলা মাইজবাড়ী ইউনিয়নের আহমদের পুত্র মজনু মিয়ার সাথে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। তারপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু প্রেমিক মজনু নূর বেগমকে, তাদের ভালোবাসা ভুলে যেতে বলে। এই কথা শোনার পর নুর বেগম আত্মহত্যার পথ বেছে নেয়।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিমল কুমার চাকী জানান, লাশ পোস্টমর্টেম করার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ