সাপাহারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.


নওগাঁর সাপাহারে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা ও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরকারী কলেজ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, যুবলীগ নেতা মেহেদী হাসান সরকার, মারুফ শাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, নূরে আলম পিংকি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুজন কর্মকার, শাহিন আলম, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক বিপ্লব কর্মকার প্রমুখ। এ সময় উপজেলা সহ কলেজ শাখার সকল ছাত্রলীগের কর্মী উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ