ভর্তি জালিয়াতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে পরিষদের এক বৈঠকে এই সুপারিশ করা হয়।

    শৃঙ্খলা কমিটি কর্তৃক সুপারিশকৃত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়টি চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে।

    বৈঠক শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান প্রথম আলোকে সুপারিশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিন্ডিকেটের সভায় এই সুপারিশ কার্যকর করা হবে।

    বিভিন্ন বিভাগের এই ১৫ শিক্ষার্থী ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, যারা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির সভায় সুপারিশ করা হয়েছে। সুপারিশটি সিন্ডিকেটে পাঠানো হবে। সিন্ডিকেট ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের এই ১৫ জনের জালিয়াতির বিষয়টি প্রমাণ হয়েছে।

    ছাত্রত্ব বাতিলকৃত শিক্ষার্থীদের নামের তালিকা:

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ