ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন ও নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ইসি সচিব হেলালুদ্দীন। তিনি আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানান।

    এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকায় ভোটগ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা হবে ৯ জানুয়ারি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় সংসদ উপনির্বাচন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ