সাকিব-মুস্তাফিজকে ছাড়লো কলকাতা-হায়দ্রাবাদ

ক্রীড়া ডেস্ক.


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন দল খুজতে হবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ২০১১ সাল থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলে আসছেন। মাঝে ২০১৩ সালে তিনি খেলেননি। তবে, দীর্ঘ সাত বছর পর সাকিবকে ছেড়ে দিয়েছে কেকেআর। অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজ ২০১৬ আর ২০১৭ মৌসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। তাকেও নিলামের জন্য ছেড়ে দেয়া হয়েছে এবার।

তাই আইপিএলের একাদশতম আসরের নিলামে সাকিব ও মুস্তাফিজসহ আরো ছয় বাংলাদেশি ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব ও মুস্তাফিজের সঙ্গে এ তালিকায় রয়েছেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।

এদের মধ্যে তামিম ইকবাল আইপিএলে দল পেয়েছিলেন। ২০১২ এবং ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স নিয়েছিল তাকে। তবে কোনো ম্যাচে মাঠে নামায়নি। মাহমুদুল্লাহ আইপিএলে সুযোগ না পেলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন।

সাকিবকে কলকাতা ধরে না রাখায় বাংলাদেশের আট ক্রিকেটারকেই নিলামে উঠতে হবে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে। ৪ এপ্রিল শুরু হবে এ টি-টোয়েন্টির জমজমাট আসর। এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব, মুস্তাফিজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও তামিম ইকবাল।

এ বছর আইপিএলের নিলাম হবে ২৭ আর ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে। একটি দল সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে তিনজনকে রাখতে হবে নিলামের আগেই। মূল আসর মাঠে গড়াবে ৪ এপ্রিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ