ধুনটে গণতন্ত্র রক্ষা দিবস উদ্যাপন

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে গণতন্ত্র রক্ষা দিবস উদ্যাপন হয়েছে। শুক্রবার বিকালে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালী শেষে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মোহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভপতি আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম চাঁন, রেজাউল করিম রেজা, কুদরত ই খোদা জুয়েল, যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ