ধুনটে কৃষকের পাহাড়ে অগ্নীকান্ড


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে কৃষকের পহাড়ে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার সোনার গাঁ এলাকার চরচিকাশী গ্রামে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে।

    সরজমিনে জানাযায়, বাড়তি দামের আশায় গত আমন মৌসুমের ধানখড় গুলো জমা করে রাখে চরচিকাশী গ্রামের প্রান্তিক কৃষক শাহাআলম, মিন্টু মিয়া, ফরিদ উদ্দিন ও খবির মিয়া। বাজার দর বৃদ্ধি হওয়াটা যেন কৃষকের ধানখড় এক পাহাড়। তাদের স্বপ্ন ছিলো খড়ের বাজার থেকে বেশ মোটা অংকের টাকায় লাভবান হবে।

      খড়ের মুল্য যখন বৃদ্ধির দিকে ঠিক তখনই কৃষকের পাহাড়ে অপ্রত্যাশিত অগ্নিকান্ড ঘটে। ঘটনার সময় ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শকসার্কিট থেকে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটতে পারে। এতে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি আশংকা করছে স্থানয়িরা।

      অপরদিকে অগ্নীকান্ডের স্থানে স্যাটেলাইট ফাইবার ক্যাবলসহ একই গ্রামের মৃত নজির আকন্দের ছেলে বিলায়েত আলীর একটি সেচ সংযোগ মিটার পুড়ে যায়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ