ধুনটে কান ধরে উঠা-বসা ও বেত্রাঘাতে শিক্ষার্থী আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামে দারুল উলুম কওমী মাদ্রাসায় শিক্ষকের বেত্রাঘাতে কাওছার রহমান (১১) নামের এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার ভোরে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ আলী হাসান ওই শিক্ষার্থীকে নির্যাতন করেন। আহত কাওছার ধুনট পৌর এলাকার সদরপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু কাওছার রহমান প্রায় ৪ বৎসর যাবত ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসায় লেখাপড়া করে। বর্তমানে সে ওই মাদ্রাসার হাফেজ শাখার শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষার্থীদের ফজরের নামাজ শেষে পড়তে বসতে হয়। সেখানে অনেক সময় ঘুমের ঝিমুনি আসে। এ কারনে শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। পড়া না পারলেও শিক্ষার্থীদের অতিমাত্রায় পিটুনী দেওয়া হয়।
আহত কাওছার রহমান জানায়, শনিবার ভোরে ঘুমের ঝিমুনী দেওয়ায় হাফেজ বিভাগের শিক্ষক আলী হাসান তাকে ৫০ বার কান ধরে উঠা-বসা করায়। এছাড়া পড়া না পারার কারনে অতিমাত্রায় বেত্রাঘাত করে। কাওছাড়ের পা, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় বেত্রাঘাতের দাগ স্পষ্ট দেখা যায়। বিষয়টি জানতে পেরে বাবা-মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন সনি বলেন, শিক্ষকের বেত্রাঘাতে আহত কাওছারের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাদ্রাসা ছাত্রকে মারপিটের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ