কাজীপুর প্রতিনিধি.
সিরাজগঞ্জের কাজীপুরে এগিয়ে চলছে পর্যটন কেন্দ্র নির্মাণ কাজ। উপজেলার মেঘাই থেকে মাইজবাড়ী পর্যন্ত যমুনা নদীর ধারে ১নং সলিড স্পার এলাকা ব্যাপী এটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের জন্য পর্যটনের ছাতা ও ঘাট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
গতকাল সরেজমিনে পর্যটনের ছাতা ও ঘাট নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এসময় এ কাজের ঠিকাদার পারভেজ আহম্মেদ তালুকদার জানান, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৪০টি ছাতা ও সৌন্দর্যের জন্য ১টি ঘাট নির্মাণ করা হবে। কাজীপুর উপজেলা ইঞ্জিনিয়ার বাবলু মিয়া জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাপ্তির লক্ষ্যে রাতদিন পুরোদমে নির্মাণকাজ এগিয়ে চলছে।

