আজ মধ্যরাত থেকে টঙ্গী মহাসড়কে যান চলাচল বন্ধ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বিশ্ব ইজতেমার কারণে আজ শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের টঙ্গী মহাসড়ক ও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শনিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আখেরি মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    আজ দুপুর পৌনে ১টায় ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত পর্যন্ত গাজীপুরে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী সব যান আবদুল্লাহপুরের পর আর যেতে পারবে না, তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।’
    বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন মুসল্লিরা

    এরইমধ্যে ইজতেমা ময়দান মুসল্লিদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। তবে আখেরি মোনাজাতে যোগ দিতে আরও বেশি মানুষ টঙ্গীর দিকে আসবেন বলে ধারণা করা হচ্ছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। সেনাবাহিনী তুরাগের ওপর সাতটি ভাসমান পল্টুন ব্রিজ তৈরি করেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ