কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ওয়ার্ল্ড প্রটেকটিভ হিউম্যাান রাইটস সোসাইটি (ডব্লিউপিএইচআরএস) পুরস্কার লাভ করেন আলহাজ্ব শাহ আলম। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও কাজীপুর শাখার সভাপতি।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান। বিশ্ব সুরক্ষা মানবাধিকার সোসাইটির উপদেষ্টা নুরুল আলমের সভাপতিত্বে ভেজালমুক্ত খাদ্যে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় আলহাজ্ব শাহ আলমকে এই পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক ও সংযুক্ত মহিলা পরিষদের সভাপতি জান্নাত ফাতেমা প্রমূখ।

