ধুনটে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক লিয়াজো কমিটি গঠন

জিল্লুর রহমান.


এমপিভূক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয় করনের দাবীতে বগুড়ার ধুনট উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ ডা. আবুল কাশেম মীর, অধ্যক্ষ জিয়াউল হক, প্রধান শিক্ষক আব্দুস ছালাম, আতাউর রহমান, আব্দুল কাদের, শহিদুর রহমান ও প্রভাষক আনিছুর রহমান।সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য দেন কাজীপুর উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আলোচনা সভা শেষে জেএমসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আবুল কাশেম মীরকে সভাপতি এবং ভান্ডারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী ও মহিশুড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সবুরকে সদস্য করে লিয়াজো কমিটি গঠন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ