ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্তরে এ অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।

সহকারী শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, অভিভাবক রফিকুল ইসলাম রাজু, বিদায়ী শিক্ষার্থী মরিয়ম জাহান (রিতু), উম্মে ত্যায়িবা (উষা), শিক্ষার্থী নুসরাত জাহান, সুমাইয়া নূর ও নাফিয়াতুল জান্নাত।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ