ধুনট পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট পৌর শাখা ছাত্রলীগের কার্যক্রম না থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও আবু সালেহ স্বপন স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সুজন কুমার সাহাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন স্থায়ী বহিস্কার করা হবে না, এই মর্মে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ২১ জানুয়ারি রোববার বিকেল ৪টায় অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় সকল ইউনিটের সভাপতি-সম্পাদকগণকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ