ধুনটে জিয়াউর রহমানের জন্ম বাষির্কী পালিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্ম বাষির্কী পালিত হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে জন্ম বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া- ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ময়নুল হাসান মুকুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ