ধুনটে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে কমিউনিটি পুলিশিং এর উদ্দ্যেগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুনট থানা চত্বরে এ আলোচনা সভা অনুস্ঠিত হয়।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

বিশেষ অতিথির বক্তব্য রাজশাহী রেঞ্জ (সিপিও) এসআই আয়নাল হক, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন আলম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, গবেষক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান লাল মিয়া, ধুনট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সিপিইউ খোকন কুমার কুন্ডু, মহিলা যুবলীগের সভানেত্রী সিমা সরকার, কালের পাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ