ধুনটে নির্বাচন স্থগিত হওয়ায় বিক্ষোভ মিছিল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী ও সমর্থকদের বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার সকালে মিছিলটি উপজেলা নির্বাহী কার্যালয়সহ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। ২৮ জানুয়ারী ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক পদে নির্বাচনে ভোট গ্রহনের কথা ছিলো।

    গত ২৩ জানুয়ারী মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত অভিভাবকগনের প্রার্থী ও ভোটার হওয়া প্রসঙ্গে একটি পত্র ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর হস্তগত হয়। পত্রে উল্লেখ থাকে যে, প্রবিধান মালা ২০০৯ এর ৭(ঘ) ধারা অনুযায়ী নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী অভিভাবকদের মধ্য হতে অভিভাবক সদস্য ও ভোটার হওয়ার বিধান রয়েছে। বিধায় ২০১৮ সালের অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থীদের ও ২০১৮ শিক্ষা বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকগনের অভিভাবক পদে প্রার্থী ও ভোটার হওয়ার কোন সুযোগ নেই।

      অন্যদিকে ভোটের আগের দিন শনিবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারনবশতঃ নির্ধারিত তারিখে ভোট গ্রহন স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামি ৩০ জানুয়ারী তারিখে সকাল ১০টা হইতে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

        মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক প্রেরিত পত্র অনুযায়ী অভিভাবক প্রার্থী, ভোটার অবৈধ হওয়ায় এবং ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গ্রহন পিছিয়ে যাওয়ায় ম্যানেজিং কমিটির প্রার্থী ও সমর্থকরা সকাল থেকে বিদ্যালয় গেটে বিক্ষোভ করতে থাকে। পরে তারা একটি বিক্ষেভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পদক্ষিণ শেষে প্রতিবাদ সভা বিদ্যালয় চত্বরে ১নং অভিভাবক সদস্য পদ প্রার্থী আবু তাহের বক্তব্য রাখেন।

        অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ