ধুনটে বিদ্যালয়ের শতবর্ষী উৎসব উদযাপন

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলার তারাকন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী উৎসব নানা আয়োজনে পালিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বিদ্যালয়ের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম চাঁন, কুদরত-ই খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, এলাঙ্গী ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক নূরে আলম ছিবিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনোয়ার হোসেন লিটন, এলাঙ্গী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান বাদশা, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে প্রাক্তণ কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ